হযরত হাসান বাসরী (রহঃ) এর ঘটনা - তাযকিরাতুল আউলিয়া থেকে।

লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম ০৭ জুন, ২০১৪, ০৭:২০:২৮ সন্ধ্যা

বারাবারি, পর্ব ৪।

১। অগ্নি উপাসক শামাউনের অন্তিম সজ্জায়- হাসান বসরী (রহঃ) শামাউনকে বললেন, শামাউন আজীবন অগ্নি পুজা করেছ। কিন্তু তুমি এমন দাবি করতে পারবেনা যে, আগুন তোমার অনুগত। সে তোমার কোন ক্ষতি করবে না। শামাউন বলল, হ্যাঁ আগুন আমার কোন ক্ষতি করেনা। হাসান বসরী (রহঃ) বললেন এস যাচাই করি। তুমি তোমার হাত আগুনের উপর রাখ।

শামাউন আগুনে হাত দিতে সাহস পেল না। হাসান বসরী (রহঃ) নিজের হাত আগুনে রাখলেন- কিন্তু পুরে গেলনা। শামাউন অভিভূত হল, বলল, মৃত্যুর পর আল্লাহ আমাকে মুক্তি দিবেন যদি এই মর্মে চিঠি লিখে দেন তবে মুসলমান হতে পারি।

হাসান বসরী চিঠি লিখে দিলেন। শামাউনের মৃত্যু হল।

পরে হাসান

বসরি ভাবতে লাগলেন, অন্যের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলাম। এখন আমার মত পাপীর মুক্তির প্রতিশ্রুতি দেয় কে। সারা রাত তিনি প্রর্থনা শেষে স্বপ্নে দেখলেন

শামাউন মাথায় ঝকঝকে মুকুট ও সুন্দর পোশাক পরে জান্নাতে ঘুড়ে বেড়াচ্ছেন। হাসান বসরী বললেন, ভাই শামাউন তোমার খবর কি? শামাউন বলল অনেক ভাল। তোমার চিঠিতে খুব কাজ হয়েছে। এই নাও চিঠি।

হাসান বসরীর ঘুম ভেঙ্গে গেলে চিঠিখানা দেখতে পান তার হাতের মুঠায়। যেন স্বপ্নের মধ্য স্বশরীরে দিয়ে গেল।

২। এক দিন হাসান বসরী কাফ্রি (রহঃ)কে দজলা নদীর তীরে নির্জনে এক মহিলার সাথে দেখে খারাপ ধারনা করে ভাবলেন লোকটি লম্পট ও মদ্দপ। তখনই নদীতে একটি নৌকা ডুবলে কাফ্রি (রহঃ) ঝাপিয়ে পরে ২ জনকে উদ্ধার করল। এবং হাসান বসরীকে (রহঃ) লক্ষ করে বলল বাকি ৫ জনকে আপনি উদ্ধার করুন। হাসান বসরী (রহঃ) কাফ্রি (রহঃ) কেই উদ্ধার করতে অনুরোধ করলে কাফ্রি (রহঃ) উদ্ধার করলেন। এবার হাসান বসরি (রহঃ) নিজের ভুল বুঝতে পেরে অনুশোচোনা করলেন। কাফ্রি (রহঃ) বললেন ইনি আমার মা। আমি পরীক্ষা করলাম আপনি অন্ধ না চক্ষুষ্মান। দেখলাম আপনি অন্ধ।

হাসান বসরি (রহঃ) খুবই লজ্জা পেয়ে নিজের অন্যায়ের জন্য ক্ষমা চাইলেন এবং বললেন আপনি যেভাবে এতগুলো মানুষকে উদ্ধার করেছেন, আমাকেও তেমন উদ্ধার করুন। আত্ম-অহমিকার অতলে আমি নিমজ্জিত। দয়া করে আমাকে উদ্ধার করুন।

-তাযকিরাতুল আউলিয়া

ঘটনা বিশ্লেষনঃ

১ম ঘটনায় হাসান বসরি (রহঃ)আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করেছেন। এবং তিনি তা স্বীকারও করেছেন। তার পর আবার চিঠি ফেরত ও পেয়েছেন। অর্থাৎ মৃত লোক স্বপ্নে স্বশরীরে এসে চিঠি দিয়ে গেছে। বিষয়টা এই অধমের বোধগম্ম নয়।

২য় ঘটনায় কাফ্রি (রহঃ) নিজের সাথে নিজের মাকে জরিয়ে অন্যকে পরীক্ষা করেছেন। তিনি একজন বুজুর্গ লোক হয়ে এটা কিভাবে করেছেন তা আমার বোধগম্ম নয়। এবং হাসান বাসরী (রহঃ) নিজেকে উদ্ধারের জন্য কাফ্রি (রহঃ)র কাছে আবেদন করেছেন। এধরনের আবেদন মানুষ মানুষের কাছে করতে পারে বলে আমার জানা নাই।

বিষয়: বিবিধ

৭২৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231947
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : বই পড়ার সময় যাচাই বাছাই করে পড়তে হয়! অনেক বইয়েতে আরবী লেখা থাকে সেগুলো দেখে বিশ্বাস না করে ভালো আলেমকে দেখিয়ে বা পরামর্শ নিয়ে বই পড়ুন এতে অনেক উপকৃত হবেন! আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দিন।
232085
০৭ জুন ২০১৪ রাত ১০:৪১
মাটিরলাঠি লিখেছেন : বলুন নাউজুবিল্লাহ (উচ্চস্বরে)।
232089
০৭ জুন ২০১৪ রাত ১০:৫৪
সচেতন মুসলিম লিখেছেন : ভেজাল সমন্ধে না জানলে আসলের নিশ্চয়তা পাবেন কি করে? সহিহ হাদীসের আমল করতে হলে জাল জয়িফ হাদীস জানাও জরুরী। ইসলামের আবরনে এই সমস্ত বারাবারি সমূহ লোক সমাজে সঠিক ভাবে উপস্থাপন করা আমার নৈতিক দায়িত্ব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File